হলিবিডি প্রতিনিধিঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বনানীর এফ আর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৫ মার্চ ) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।
আদালতে দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিবেদন তামিল হয়ে আসায় বিচারক এ আদেশ দেন।
গত ১১ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে হুমায়ূনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এ মামলার পাঁচ আসামির মধ্যে চারজন জামিনে রয়েছেন। তারা হলেন এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ণ গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমান ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।
১৫ তলার অনুমোদন থাকলেও ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ লঙ্ঘন করে নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা পর্যন্ত এফ আর টাওয়ার নির্মাণের অভিযোগে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে গত বছরের ২৫ জুন এ মামলা করেন। একই বছরের ২৯ অক্টোবর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হওয়ার পর ওই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয় বেরিয়ে আসে। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এই ভবনটির জমির মূল মালিক ছিলেন প্রকৌশলী এস এম এইচ আই ফারুক। অংশীদারত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।