সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনে টানা ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় সাংবাদিকদের সামনে তাদের কর্মসূচি তুলে ধরেন জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ২০ দিনের কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য নিয়ে নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বাইরে টানা এসব কর্মসূচি পালন করা হবে। ৭ মার্চ বেলা ২:৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েতের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচারের ২০ দিনব্যাপী কর্মসূচির সূচনা ঘটবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-
আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান, র্যালি,
আবৃতি, চিত্রাঙ্কন ও ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, ‘সিলেটে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রদর্শন, শতকণ্ঠে বঙ্গবন্ধুর গান, নৃত্যালেখ্য ও সমবেতনৃত্য, স্বাধীনবাংলা বেতারের গান, আইটি কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্পবলা, ‘আমার বঙ্গবন্ধু আমার বাংলাদেশ’- শীর্ষক ছাত্রছাত্রীদের এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ও ডকুমেন্টেশন, এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান।
রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি ও চক্ষু শিবির ইত্যাদি।
টানা কর্মসূচিতে আওয়ামী লীগের মঞ্চে আয়োজনকারী সংগঠন ছাড়াও সিলেট জেলা ও মহিলা আওয়ামী লীগ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, শিক্ষক সমিতি, সম্প্রীতি ও সংহতি, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ আলাদাভাবে তাদের কর্মসূচি পালন করবে।
এছাড়া ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমন প্রোগ্রাম থাকবে। এসময় মুজিববর্ষের নাম করে কেউ চাঁদা চাইলে তাৎক্ষনিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশকে জানাতে সংবাদ সম্মেলন থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আশফাক আহমদ, জগলু চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।