সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা-শাহবাজপুর আঞ্চলিক সড়কের জাগিয়ারপুল সংলগ্ন এলাকায় সড়কের দু’ধারে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছে। আর ওই আবর্জনার ভাগাড়ে প্রায় তিন সপ্তাহ ধরে আগুন জ্বলছে। সেখান থেকে বের হচ্ছে ময়লা আবর্জনা পলিথিন ও প্লাস্টিক পোড়ার বিষাক্ত ধোঁয়া । এসব ধোয়া বাতাসে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। এছাড়াও আগুনে পুড়ছে সড়কের দ্বারে লাগানো সামাজিক বনায়নের গাছপালা ও প্রাকৃতিক ঝোপঝাড়। ধোঁয়া-দুর্গন্ধে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থী সাধারণ পথচারীসহ পুরো এলাকাবাসী। ভাগাড়ের এ আগুন থেকে যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনে অগ্নি দুর্ঘটনা। এছাড়াও উন্মুক্তভাবে প্লাস্টিক ও কেমিক্যাল পোড়ানো সম্পূর্ণ বেআইনি হলেও উপজেলার অত্যন্ত ব্যস্ততম সড়কের দ্বারে উন্মুক্ত স্থানে এসব আবর্জনা পোড়লেও এ নিয়ে প্রশাসনের কোন তৎপরতা দৃশ্যমান নয়।
সোমবার সকালে সরেজমিনে উপজেলার বড়লেখা-শাহবাজপুর আঞ্চলিক সড়কের জাগিয়ারপুল সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় অর্ধ কিলোমিটার যায়গা জুড়ে বড়লেখা পৌরসভার আবর্জনার ভাগাড়। ওই আবর্জনার ভাগাড়ের কয়েকটি স্তূপে আগুন জ্বলছে। সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। ধোয়ায় দুর্গন্ধে বিপাকে পড়ছেন পরীক্ষার্থীসহ স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।এছাড়াও আগুনে পোড়ে মরছে সড়কের পাশে লাগানো সামাজিক বনায়নের গাছপালা এবং পরিবেশের জন্য অত্যন্ত মূল্যবান উপাদান প্রাকৃতিক কেয়াবন।
স্থানীয় সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কের পাশে বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ কয়েক বছর ধরে ময়লা আবর্জনা ফেলে ভাগাড় বানিয়ে রেখেছেন। ওই ভাগাড় থেকে প্রচুর দুর্গন্ধ আসে।প্রায় তিন সপ্তাহ ধরে কে বা কারা ওই ময়লার ভাগাড়ে আগুন লাগায়। ময়লার বিশাল স্তূপের আগুন এখনো থামছে না। দুর্গন্ধ ও ধোয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন পথচারীসহ এলাকাবাসীরা। এছাড়াও এ ভাগাড়ের আগুন থেকে যে কোন সময়ে বড় ধরনে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন বলেন, তিন সপ্তাহ ধরে ময়লার মাঝে আগুন জ্বলছে। পোড়া ডিজেলের মত একটা মারাত্মক দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ অতিষ্ঠ। আগুনে গাছপালাও পুড়ছে। পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাছাড়া এখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কে বা করা আগুন লাগিয়েছে তা জানা যায় নি। আমি এর তীব্র নিন্দা জানাই।
এ প্রসঙ্গে বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী বলেন, প্রায় একমাস ধরে জাগিয়ারপুল এলাকায় পৌরসভার ময়লা ফেলা বন্ধ রাখা হয়েছে। আগুন লাগার বিষয়টি তিনি জানেন না। তবে পৌরসভার কেউ এ ধরনের কাজে জড়িত নয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ছুটিতে থাকায় এ বিষয়ে তাঁর মতামত জানা যায় নি।