হলিবিডি প্রতিনিধিঃ
খুলনায় ৭ বোতল বিদেশী মদসহ স্বপন কুমার খাঁ (৬৫) নামের এক ভারতীয় নাগরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১ টায় নগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন ভারতের পশ্চিমঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার গড়জালা গ্রামের মৃত গনেশ চন্দ্র খাঁর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, পুলিশের একটি টিম জিরোপয়েন্ট এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময়ে তার কাছ থেকে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। হরিণটানা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।