আন্তর্জাতিক ডেস্কঃ
ইদলিবে দৃঢ় অবস্থানের পর পুতিনের আত্মসমর্পণ ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করলেন লেবানন ভিত্তিক হিজবুল্লাহের প্রথম সাধারণ সেক্রেটারি আল তুফাইলী। গতকাল তুরস্কের আনাদোলু এজেন্সির সাথে একটি বার্তায় তিনি একথা বলেন।
এদিন তিনি ইদলিবে তুরস্কের ও তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগানের ভূয়সি প্রসংশা করেছেন। তিনি এরদোগানের প্রসংশা করে বলেন , ” আমি আশা করছি যে, আরব রাজনীতিবিদরা এরদোগানের কাছ থেকে বিজ্ঞতা ও উচ্চমনোভাব এবং পাশ্চাত্যের কাছে আত্মসমর্পণ না করে তিনি কেমন ভাবে দূর্বল নেতৃত্বকে শক্ত করেছেন তা শিখবেন”।
”
এদিন তিনি ইরানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন ইরানের মাজহাবী প্রচার অনেকে যুদ্ধ শুরুর বিষয়ে প্রোরোচিত করেছে এবং শিঘ্রই শিয়াদের বিষয়টা ইরানের হাতছাড়া হবে।
এদিন সিরিয়াতে বাশার আল আসাদের বর্বরতা ও তার সমর্থক সন্ত্রাসিদের সন্ত্রাসবাদের জন্য তিনি সরাসরি ইরানকে দায়ী করেন। তিনি এদিন বলেন যে, ‘আজ সবাই ( সম্ভাবতঃ তিনি এটা দিয়ে শিয়াদের বুঝিয়েছেন) বুঝতে পারবে যে তাদের ধর্মের বিষয়ে তারা তাদের (ইরান ইত্যাদির) দ্বারা প্রতারিত ও প্ররোচিত হয়েছে।’ তিনি ইরাক ও লেবাননে ইরান বিরোধী অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে বলেন , ইরানের রাজনৈতিক ব্যাক্তিত্বের বিরুদ্ধে আওয়াজ জোরদার ভাবে উঠছে।