আন্তর্জাতিক :: কলকাতার বঙ্গ সাহিত্য সন্মিলন হলে অনুষ্ঠিত হয় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত “কুসুম সাহিত্য পত্রিকা” আয়োজিত কুসুম সাহিত্য উৎসব ২০২০ ৷
এতে কুসুম সাহিত্য পত্রিকা ও যুথিকা সাহিত্য পত্রিকার উদ্যোগে কাব্যশ্রী কবি স্বপন রায় এর কাব্যগ্রন্থ “অভিমানের মেঘ” কবি গৌরী রায় চৌধুরী’র কাব্যগ্রন্থ “বিবর্ণ কাব্য” ও কবি রঙ্গনা পাল এর কাব্যগ্রন্থ-“আহরণের পাঠশালায়”সহ মোট ২০টি একক কাব্যগ্রন্থ ও ২৮ জন লেখকের একটি যৌথ কাব্য সংকলন “কুসুম কাব্য গাঁথা” এর মোড়ক উন্মোচিত হয়।
উক্ত সাহিত্য উৎসবে কুসুম সাহিত্য পত্রিকার সম্মানিত সভাপতি কাব্যশ্রী কবি স্বপন রায় এর সভাপতিত্বে এতে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ পিনাকী বসু, নদেরচাঁদ হাজরা, জয়ন্তী দেবনাথ প্রমুখ।
কুসুম সাহিত্য পত্রিকার সম্পাদিকা কবি গৌরী রায় চৌধুরী’র হৃর্দিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সাহিত্যবন্ধু কবি সোমনাথ নাগ। উক্ত সাহিত্য উৎসবে “কুসুম সাহিত্য মঞ্জরী”,”কুসুম সাহিত্য বিতান”,ও “কাব্যকুসুম” সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।
এতে বাংলাদেশ থেকে দু’জন কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও রানি অনিতাকে “কাব্যকুসুম” সম্মাননা দেওয়া হয় ৷ বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি’র সহযোগিতায়, কুসুম সাহিত্য পত্রিকার এই সাহিত্য উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে শত শত কবি, সাহিত্যিকের আগমনে।
আগত কবিদের কবিতা আবৃত্তি, গান, এবং বক্তৃতার মধ্য দিয়ে কলকাতার বঙ্গ সাহিত্য সম্মিলন হল মুখরিত হয়ে ওঠে কুসুম সাহিত্য উৎসব। পরিষেষে সভাপতির প্রানবন্ত বক্তব্যের মধ্য দিয়ে সাহিত্য ঊৎসবের সমাপ্তি হয়।