হলিবিডি প্রতিনিধিঃ ১লাখ ২১হাজার ৩২৫টাকার সম্পদের তথ্য গোপন ও ১৬লাখ ১৫হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় নগরীর টুটুপাড়া এলাকার এক দম্পতি আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
অভিযুক্ত স্বামী-স্ত্রী হলেন নগরীর টুটপাড়া ১৫, দিলখোলা রোডের মৃত. মুনছুর আলি খানের ছেলে কাস্টমস্ এর সাবেক এ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান ও স্ত্রী মামতাজ খান। তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। দুদক খুলনার কোর্ট জিআরও মো. মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর টুটপাড়া ১৫, দিলখোলা রোডের কাস্টমস্ এর সাবেক এ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খানের স্ত্রী মামতাজ খান একজন গৃহিনী। স্বামীর আয়ের উপর নির্ভরশীল ব্যতীত তার নিজের আয়ের কোন বৈধ উৎস নেই। ২০১১ সালের ২০অক্টোবর দাখিলকৃত সম্পদের বিবরণীতে তিনি ১৩লাখ ৭৩হাজার টাকার সম্পদ উল্লেখ করেন। কিন্তু তিনি প্রকৃত ১৪লাখ ৯৪হাজার ৩২৫ টাকার সম্পদের মালিক। এছাড়াও তিনি
১৬লাখ ১৫হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেন। এঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-১৭, তাং- ২১/৭/১৬।