আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আনা মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর প্রতিবাদীদের ওপর রাজধানী দিল্লিতে পুলিশ ও হিন্দুদের হামলায় বাড়ছে মৃত্যুমিছিল। মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২০। বুধবার সকালেই ফের চার জনের মৃত্যু হয়েছে।
নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল উত্তর-পূর্ব দিল্লি। পক্ষে ও বিপক্ষের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলিতে দেড়শোরও বেশি মানুষ জখম হয়েছেন। এর মধ্যে হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদের পবিত্র মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। মিনারে উঠিয়েছে হনুমানের পতাকা। অপর দিকে দিলি্লর চার থানায় সিএএ বিরোধীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছ।
মঙ্গলবার সন্ধায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ বিরোধীদের দমাতে গত ২৪ ঘণ্টায় তিনবার বৈঠক করেন তিনি।