হলিবিডি প্রতিনিধিঃ নগরীর আড়ংঘাটা থানার মাদক মামলার এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৫ মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর দৌলতপুরের দেয়ানা মধ্যপাড়ার আজিজুল হক সড়কের বাসিন্দা মৃত ওমর আলী ছেলে মোঃ মেহেদী হাসান (৩০)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২১ আগস্ট সকাল ৯টার দিকে আড়ংঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাইকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৩০ পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবি এসআই শাহানুর ইসলাম বাদী হয়ে মেহেদী হাসানের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-৭। ওই বছরের ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি এসআই মোঃ আবু জাফর আদালতে মেহেদী হাসানকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. কে এম ইকবাল হোসেন ও এপিপি এড. মোঃ কামরুল ইসলাম জোয়ার্দ্দার।