আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় রক্তিনদী তীরে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপন উচ্ছে করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। জানাযায়, সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ও বালিজুরী এলাকার রক্তী নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, আজ একই সময়ে সারা দেশের ন্যায় তাহিরপুরেও নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ অভিযান নদী ও খালের তীরে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।