আজিজুর রহমানঃ- বিশ্বনাথ উপজেলার অলংকারীতে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় প্রভাত ফেরি করে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নছর ওয়াহিদ ঘোরী,বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম জাহাঙ্গীর,নুরুল আমীন,বাবু সুভাস চন্দ্র দাস,মাওলানা হাবিবুর রহমান,হারুনুর রশিদ,ছাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল অদুদ,লন্ডন প্রবাসী মুরাদ মিয়া,আয়ারল্যান্ড প্রবাসী সাহাদ মিয়া,রাসেল মিয়া,জালাল উদ্দিন ও অত্র এলাকার যুবক ভাইয়েরা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। পাকিস্তানীদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পায়তারার বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে ২১ ফেব্রয়ারি বাংলার দামাল ছেলেরা আন্দোলনে নেমেছিল। বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। তাইতো আমরা আজও বলি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।