মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রায় এক মাসের ওপরে চলছে বাংলার চির পরিচিত ও গ্রাম বাংলার মানুষের পছন্দের ‘তাঁত ও কুঁটির শিল্প বানিজ্য’ মেলা। এখানে সকল শ্রেনী ও পেশার মানুষের ভির ও সমাগম হয় পুরো মাস ব্যাপি। ক্রয় বিক্রয় হয় নানাহ দেশীয় পন্য ও পুরনো ঐতিহ্য তুলে ধরা হয় মেলায় যা আজ প্রায় বিলুপ্তির পথে। অনেক রং বেরঙ্গের সামগ্রী এখানে উঠেছে দর্শনার্থীদের মনকে আনন্দ দানের উদ্দেশ্যে ও অতীতের গৌরবকে তুলে ধরার জন্য।
মেলায় ভ্রমন করে দেখা গেল, পুরনো দিনের নানাহ পাটজাত দ্রব্য, তাঁত শিল্পের হারিয়ে যাওয়া ও বিলুপ্ত প্রায় পণ্য, গ্রাম বাংলার সেই পুরনো দিনের হরেক রকম পিঠা (খাজের পিঠা, পুলি পিঠা ইত্যাদি), নানাহ প্রকার লোভনীয় আচার- যেমন বড়ুই, আম, আমের শুটকি, আমরা, জলপাই, চালতা এমন বহু রকম আচারের প্রদর্শনী দেখা যায়। এছাড়াও মাটির তৈজসপত্র, বাচ্চাদের ছোট ছোট খেলনার দোকান, মহিলাদের জন্য অনেক রকম আসবাব-পত্র, পোশাক, বোরখা, প্রসাধনি ইত্যাদির দোকানও সেখানে রয়েছে জাকজমক পূর্নভাবে।
ব্যাবসায়িদের কাছ থেকে যানা যায় তারা এখানে একমাসের ওপরে মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলেন ১৫ জানুয়ারী মেলা বসেছে এবং ২২শে ফেব্রুয়ারী মেলা সমাপ্ত করা হবে। তারা তাদের মেলায় ব্যাবসার জন্য সন্তুস্টি প্রকাশ করে বলেন শান্তিপূর্নভাবে তাদের সকল কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিনই অনেক বিক্রয় হয়ে থাকে যার ফলে তারা সন্তুস্ট প্রকাশ করেন। অপরদিকে উপস্থিত কয়েকজন দর্শনার্থী ও মেলায় উপস্থিত লোকদের কাছ থেকে যানা যায় তারা এই মেলার জন্য অনেক আনন্দিত। কারন এই মেলার ফলে হারিয়ে যাওয়া আবহমান বাংলার অনেক পুরনো ধারনা পাওয়া ও প্রদর্শনী দেখা যায়। এছাড়াও অতি সহজে অনেক প্রয়োজনী তৈজসপত্র ও আসবাবপত্র ক্রয় করা যায়। সর্বোপরি মেলায় অনেক সুন্দর পরিবেশ বিরাজমান ছিল মাসব্যাপী।