মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ) চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের নানা জায়গা ভ্রমন করে এবং খোজ নিয়ে দেখা গেল আগামিকাল একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মরনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সদস্যসহ স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা এবং সর্বস্থ্যরের মানুষরা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের দোকানগুলোতে ভির জমাচ্ছে ফুল কেনার জন্য।
আমাদের বাংলা ভাষার গৌরবময় একুশে ফেব্রুয়ারী আসছে আগামি কাল রোজ শুক্রবার। তাই আগামিকাল আমাদের ভাষা শহীদদের স্মরনে আমাদের দেশ সহ বহির্বিশ্বেও স্মরন করা হবে অত্যান্ত সুন্দর ভাবে ও শ্রদ্ধার সাথে। ১৯৫২ সালে যাদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আজ আমাদের মাতৃভাষা এবং এটি আজ শুধু আমাদেরই না বরং আন্তর্যাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। তাদের স্মরনে সারা বিশ্বে পালিত হবে আন্তর্যাতিক মাতৃভাষা দিবস।
এই উপলক্ষে আজ সারা দেশের সাথে তাল মিলিয়ে একযোগে আমাদের চাঁদপুর জেলার নানাহ গুরুত্বপূর্ন স্থানে সতেজ ও তাজা ফুলের মেলা বসেছে। যা সত্যিই চমৎকার ও মনকে বিমোহিত করার মত। চাঁদপুর জেলা শহরের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত চত্তর, কালিবাড়ি, বিপনিবাগ, ছায়াবানির মোর সহ অনেক লোকারন্য স্থানগুলোতে নিয়মিত দোকানগুলোর পাশাপাশি বসেছে অস্থায়ী অনেক ফুলের দোকান। এছাড়াও মতলব দক্ষিন থানা সদরের বাজার, কলেজ গেইট, নারায়নপুর বাজার, নায়েরগাঁও বাজার, বরদিয়া বাজার সহ অনেক স্থানে ফুলের দোকান বসেছে। যেখানে ফুল কেনার ভীর লক্ষ করা গেছে। এদিকে মতলব উত্তরে ছেঙ্গারচর বাজার, লুধুয়া বাজার, ঠেটালিয়া ও গজরাসহ অনেক জায়গায় এমন অবস্থাই লক্ষনীয়।
দোকানদারদের কাছ থেকে যানা যায় ফুলের অনেক চাহিদা রয়েছে। নানা প্রকার ফুলের তোরা তৈরীতে আমরা ব্যাস্ত এমনকি অনেকেই ফিরে যাচ্ছেন তাদের চাহিদামত ফুল আনার জন্য দুর দুরান্তে। তাদের মতে বিগত সময়ের চাইতে এবার আরো বেশী ফুলের চাহিদা রয়েছে একুশে ফেব্রুয়ারীর ভাষা শহীদদের ঘিরে। কয়েকজন ফুল ক্রেতার কাছ থেকে যানা যায় তারা অত্যান্ত সুন্দর মত ও স্বাচ্ছন্দ্যবোধের সাথে ফুল ক্রয় করতে পেরেও আনন্দিত শহীদ মিনারে গিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। তারা বলেন আমরা আমাদের ভাষা শহীদদের জন্য মনের ভালবাসা দিয়ে ফুল ক্রয় করছি যা আগামিকাল তাদের জন্য শহীদ মিনারে অর্পন করবো।