তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের শাহ আরেফিন মাজার এলাকায় নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এর পর বর্ডার হাটের খোঁজ খবর নেন। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়দাবাদ ও ভারতের নালিকাটা নামক স্থানে নির্মাণাধীন বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার হাট পরিদর্শন কালে আরও এসময় আরো উপস্থিত ছিলেন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী প্রমুখ ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণাধীন উল্লেখ্য, বর্ডার হাটের উভয়দিকে দুইটি গেট থাকবে এবং ৫ কিলোমিটার এলাকার নির্ধারিত জনগণ হাটটিতে পণ্য ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবে। আগামী মার্চ/২০২০ এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বর্ডার হাটটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।