ব্যুরো অফিস সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় টমটমের মটরের সাথে পরনের কাপড়ের গলায় থাকা অংশ পেচিয়ে বসে থাকা হাজেরা বিবি (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের হাবিবনগর গ্রাম এলাকায়। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আবদুল ওয়াহিদের স্ত্রী। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বিবির মৃত্যু ঘোষণা করেন। এ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।