স্পোর্টস রিপোর্টারঃ মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে সিরাজ স্মৃতি আন্তঃস্কুল ৮ম দিনের ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ফেব্রুয়ারী-২০) মোংলা মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে সিরাজ স্মৃতি আন্তঃস্কুল ৮ম দিনের ক্রিকেট টুর্ণামেন্ট বিদ্যালয় মাঠে শিক্ষক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী মোল্যা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক সমিরণ চন্দ্র দাস, রাহুল কুমার রায়, তোফায়েল আহমেদ, মেহেদী হাসান প্রমুখ। সকাল ১০টায় ভৈরব (৭ম শ্রেণি) বনাম কপোতাক্ষ (৯ম শ্রেণি) দুইটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।ভৈরব দল প্রথমে ব্যাট করে ১০ওভার ৫ উইকেটে ৯২ রান করে জবাবে কপোতাক্ষ দল ৩ উইকেট হারিয়ে ৯৩রান করে। কপোতাক্ষ দল ৭ উইকেটে জয়লাভ করে।২৩রান ১ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় কপোতাক্ষ দলের তানভির। ভৈরব দলের খেলোয়ার যথাক্রমেঃ অভি (অধিনায়ক), আকাশ, সামিন, সজিব, রাহাত, ফারদীন, তানভির, আকাশ, আওয়াবিন, রাজিব, মাহিন, সাকিব। পক্ষান্তরে কপোতাক্ষ দলের খেলোয়ার যথাক্রমেঃ মেহেদী(অধিনায়ক), ফয়সাল, নির্জন, তানভির, রিয়াম, রিফতি, তাফসির, ইমন, রাফি, মুন, মারুফ, রাহাত, মামুন।