আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র কর পেূর্ব বিরোধে জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন অহত হয়েছে। সংঘর্ষের সংবাদ পেয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক গ্রামে অভিযান চালিয়ে উভয় পক্ষের ১১
জনকে আটক সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে। এ সংঘর্ষে গুরুতর আহত মল্লিক মিয়া (৪০), দুলাল মিয়া (৫০), গোলাম মোস্তফা মিয়া (২৫), উজ্জল মিয়া (৩০) কামাল মিয়া (৪০), হবিব মিয়া (৪৫) সহ ১২জন কে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ও তাহিরপুর সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংখ্যাজনক অবস্থায় উভয় পক্ষের মো. নয়ন মিয়া (৪৫), এসএসসি পরীক্ষার্থী রেজ্জাক মিয়া (১৮), কাজিম মিয়া (৩৫), রতন মিয়া (২২) কাঞ্জন মিয়া (২০), আলী হায়ার (৩৫), সুরমিনা বেগম (১৮) ও তাজুদ আলী(৫৫) সহ ৮ জনকে সিলেট এম এজি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন এখানকার কর্তব্যরত চিকিৎসকরা। অন্যান্য অহতদের স্থানীয় বাজারে প্রাথমিক চি’কিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি। এবং উভয় পক্ষের লোকজনের মধ্যে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাটি ঘটেছে আজ ১১ ফেব্রæয়ারী মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দৃধের আউটা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মো. মল্লিক মিয়া ও তাজুদ আলী এবং একই গ্রামের পেয়ার আলী মড়ল ও মো. নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিতকায় গতকাল ১০ ফেব্রæয়ারী সোমবার দুপুরে মল্লিাক মিয়া তার পৈতৃক জমিতে সীমানা নির্ধারন করে খুটি মারতে গেলে প্রতিপক্ষ্য পেয়ার আলীর লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রথম দিনে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে এরই জের ধরে দ্বিতীয় দফা মঙ্গলবার ভোরে উভয় পক্ষের লোকজনের প্রায় ২ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে হয়। এতে প্রায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।