স্টাফ রিপোর্টারঃ মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক কবি মোঃ জুবায়েদ হোসেনের পিতার সুস্থ্যতা কামনা করে বিভিন্ন সংগঠনের বিবৃতি প্রকাশ। সোমবার (১০ফেব্রুয়ারি-২০ইং) সকাল ১১টার সময় এ তথ্য পাওয়া যায়। মোমেনশাহী দর্পণের সম্পাদক প্রকাশক মোঃ জুবায়েদ হোসেনের পিতার সুস্থ্যতা কামনা করে যে সকল সংগঠন আশু রোগমুক্তি দোয়া ও মোনাজাত করে বিবৃতি দিয়েছেন সেগুলো যথাক্রমে-খুলনা সাহিত্য একাডেমি, খুলনা সম্মিলিত লেখক ফোরাম, বৃহত্তর খুলনা কবি লেখক ঐক্য পরিষদ, ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি, ডাঃ আবুল কাশেম স্মৃতি পরিষদ, অবকাশ সাহিত্য সংগঠন, নতুন তারা সাহিত্য সংগঠন, মোমেনশাহী দর্পণ সাহিত্য পরিষদ, উন্মীলন সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠন, মোমেনশাহী দর্পণ সাহিত্য পরিষদ; মেহেরপুর জেলা শাখা, মোমেনশাহী দর্পণ শিশু-কিশোর সাহিত্য সংগঠন; মেহেরপুর জেলা। সবুজ পাতার দেশে শিশু কিশোর সংগঠন, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট। পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।