সিলেট প্রতিনিধি :: একাধিক মামলার আসামী ‘কুখ্যাত’ গাড়ী চোর প্রদীপ মল্লিককে মোগলাবাজার থানার দক্ষিণ নৈখাই খালোমুখ এলাকায় ব্যারিকেড দিয়ে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রদীপ মল্লিক দীলিপ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনতার বাজার এলকার কানু মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, সিলেটের শাহজালাল উপশহর থেকে গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৩৯৩১) চুরি হয়। বিষয়টি জানতে পেরে রবিবার সন্ধ্যায় মোগলাবাজার থানা পুলিশের একটি দল মোগলাবাজারের পারাইরচকে অবস্থান নেয়। ওই সময় চোরাই প্রাইভেটকার নিয়ে পুলিশের থামার সংকেত অমান্য করে পালাচ্ছিলেন প্রদীপ মল্লিক। পরে দক্ষিণ নৈখাই খালোমুখ এলাকায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারসহ প্রদীপ মল্লিককে গ্রেফতার করে পুলিশ।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, প্রদীপ মল্লিকের বিরুদ্ধে শাহপরান থানায় একটি, ফেঞ্চুগঞ্জ থানায় একটি, মৌলভীবাজার সদর থানায় একটি, রাজনগর থানায় একটি ও কুলাউড়া থানায় একটি মামলা আছে। তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।