হলিবিডি প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর এবং মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (৮ ফেবগরুয়ারি) বেলা ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশে করে তারা।
সমাবেশে বক্তারা বলেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে যার আজ ২ বছর পূর্ণ হলো। জামিন পাওয়ার পরিপূর্ণ হকদার নেত্রীকে আওয়ামী লীগ ভয় পায় বলেই তাঁর জামিন নিয়ে টালবাহানা করে চলেছে। হাসপাতালের প্রিজন সেলে সাক্ষাতকারী স্বজনরা জানিয়েছেন নেত্রীর শারিরীক অবস্থা দিন দিন ক্রমানবতি ঘটছে। সারাক্ষণ তিনি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, বিছানা থেকে অন্যের সাহায্য ছাড়া নামতে পারছেন না। খেতে পারছেন না, খেলে বমি করে ফেলছেন। এই ভয়াবহ অসুস্থতার প্রেক্ষিতে বিএসএমএমইউ’র মেডিকেল বোর্ড পরিস্কারভাবে বলেছেন তাঁর “এডভান্সড ট্রিটমেন্ট” প্রয়োজন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আঃ গফফার।
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন এড. শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, শাহারজ্জামান মোর্তুজা, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, খন্দকার ফারক হোসেন, রেহানা ঈসা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু, কবির হোসেন, হেমায়েত হোসেন, জুলকার নাইম প্রমুখ।