সিলেট প্রতিনিধিঃ আজ সিলেট তাবলীগ জামাত দুই গ্রুপের চণ্ডীপুর থমথমে অবস্থা বিরাজ বদিকোনায় ভারতের মাওলানা সাদের অনুসারীদের তাবলীগ জামাতের সিলেট জেলা ইজতেমার বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এটি যে কোন মূল্যে বন্ধ করতে চায়। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমাকে ‘ইজতেমা’ বলতেই নারাজ সাদবিরোধীরা।
মাওলানা সাদের বিরোধী পক্ষ, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে, অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বাদ এশা সিলেটের মার্কাজ খোজারখলায় মদীনাতুল উলূম দারুসসালাম মাদ্রাসার মুহতামিম ও জেলা উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা ওলীউর রহমানের সভাপতিত্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এই কর্মসূচি ঘোষণাকরা হয়।
এদিকে মাওলানা সাদের অনুসারীরা তাদের ইজতেমার সফল করতে বদ্ধপরিকর। তারা বলছেন আমরা দ্বীনে দাওয়াতি কাজ করছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখেন না।
নগরীর আখালিয়া এলাকার একজন মুসল্লি বলেন, আমারা আমাদের কাজ করবো তারা তাদের কাজ করবে এখানে তারা আমাদের বিরোধিতা কেন করছেন বুঝতে পারছিনা। তিনি বলেন, তারা গান, বাজনার অনুষ্ঠানের বিরোধিতা করেন না, তারা তাফসির মাহফিল এবং ইজতেমার বিরোধিতা করেন এবং তা বন্ধ করতে চান।
সাধারণ মানুষ তাবলীগ জামাতের দুই গ্রুপের এই মুখোমুখি অবস্থানে আতংকিত। তারা বলছেন যে কোন সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে। তাই ইজতেমায় যারা বাধা সৃষ্টি করতে চায় তাদেরকে নিয়ন্ত্রন করার দায়িত্ব প্রশাসনের। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের ধর্মকর্ম করার অবাধ স্বাধীনতা রয়েছে। এখানে বাধা দেয়ার অধিকার কেউ রাখেন না।