মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রতি বছরের মত এ বছরেও কালাচাঁদপুর ভ্রমণ কমিটি বার্ষিক বনভোজন’র আয়োজন করা হয়েছে।শুক্রবার (৭ফেব্রুয়ারি-২০২০ইং) চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর নামক গ্রামে “মেহেরুন শিশু পার্ক, পিকনিক স্পট ও মিনি চিড়িয়াখানা”য় সারাদিন ব্যাপি আনন্দ বিনোদনের জন্য স্থান নির্ধারণ করা হয়। কালাচাঁদপুর ভ্রমন কমিটির সমন্বয়ক ও হলিবিডি২৪ ডটকম’র মেহেরপুর প্রতিনিধি এম.সোহেল রানা ও যুগ্ম সমন্বয়ক নয়ন আহমেদ (সামাদুল) এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর থেকে কালাচাঁদপুর ভ্রমণ কমিটি ভ্রমণ পিপাসু যুবকদের সমন্বয়ে বনভোজনের উদ্দেশ্যে সকাল ৯টার সময় ইব্রাহিমপুর পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা করে। বার্ষিক বনভোজনে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে- শরিফুল ইসলাম, সুফল আহমেদ, আহসান হাবিব, মাহফুজা রেজা, তারিকুল ইসলাম, কাবিরুল ইসলাম, রাব্বি আহমেদ প্রমুখ। কালাচাঁদপুর ভ্রমন কমিটির সমন্বয়ক এম.সোহেল রানা জানান- আমরা প্রতি বছরে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকি, এটা আমাদের নেশা, আমরা সৃষ্টি কর্তার সৃষ্টি দেখতে বিভিন্ন জেলার নদ-নদী, পাহাড়-পর্বত, বন-বনানী, বাগান-উদ্যান ভ্রমণ করে থাকি। কালাচাঁদপুর থেকে ৪৫-৫০জন সদস্য নিয়ে ভিন্ন আঙিকে সকলে মোটর সাইকেল যোগে বনভোজনের উদ্দেশ্যে রওনা করা হয়। ১ঘন্টা মোটর সাইকেল ভ্রমণ করে পিকনিক স্পটে পৌঁছালে সকালের নাস্তা/হালকা খাবার খেয়ে ইব্রাহিমপুরে “মেহেরুন শিশু পার্ক, পিকনিক স্পট ও মিনি চিড়িয়াখানা” সহ বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে দেখার পর দুপুরের ভোজ সম্পন্ন করি। সৃষ্টি কর্তা আমাদের যতদিন সুস্থ্য ভাবে বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত এমন আনন্দ ভ্রমণ কার্যক্রম চালু রাখতে চাই। পরিশেষে বার্ষিক বনভোজনের কার্যক্রম সম্পন্ন করে সকলে সুস্থ্য পরিবেশে নিজ নিজ বাসায় ফিরে আসে।