স্টাফ রিপোর্টার :: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা এবং ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান’র উপর অপবাদমূলক দুর্নীতি, ঘোষ, হয়রানির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চানপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকাবাসীর ব্যানারে।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত অবদি ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে মানববন্ধনের ব্যানার প্রচার করে বিভিন্ন মহল।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।
এব্যাপারে ফেঞ্চুগঞ্জের সাংবাদিকদের স্থগিতের বিষয়ে বা মাইকিং করে জানানো হয়নি। মানববন্ধন স্থগিত করায় ফেঞ্চুগঞ্জের সাধারণ মানুষ ও দলীয় নেতৃবৃন্দ ক্ষুব্ধ জানা যায়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র কার্যকরী কমিটির সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ সাংগটনিক সম্পাদক মোঃ রুহুল আমীন রুহেল বলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান’র দুর্নীতি, ঘোষ, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন কর্মসুচী ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র অনুরোধে সাময়িক স্থগিত করা হয়েছে।