হলিবিডি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক মোরলগঞ্জ সন্ন্যাসী বাজার শাখার এক গ্রাহকের ১০লাখ ৪৫হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের বেসরকারি নিরাপত্তা প্রহরীকে ৩টি ধারার প্রত্যেক ধারায় ৫বছরের সশ্রম কারাদন্ড, ১০লাখ ৪৫হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ দন্ডাদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মোরলগঞ্জ সন্ন্যাসী বাজার শাখার বেসরকারি নিরাপত্তা প্রহরী মো. আল আমিন শেখ। সে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার পুর্বচিপা বারুইখালি গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি আল আমিন শেখ পলাতক ছিলেন। এ মামলার অপর আসামি বাংলাদেশ কৃষি ব্যাংক মোরলগঞ্জ সন্ন্যাসী বাজার শাখার সাবেক দ্বিতীয় কর্মকর্তা জয়দেব কুমার পালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ৩মে বাংলাদেশ কৃষি ব্যাংক মোরলগঞ্জ সন্ন্যাসী বাজার শাখার গ্রাহক আব্দুর রাজ্জাক হাওলাদার লিখিত অভিযোগ করেন যে, তার সঞ্চয়ী হিসাব হতে ৪টি চেকের মাধ্যমে অবৈধভাবে ৬লাখ ৪০হাজার টাকা তুলে নেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে জানা যায় এ কাজ ব্যাংকের বেসরকারি নিরাপত্তা প্রহরী মো. আল আমিন শেখ করেছে। এঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক মিঠুন দে বাদী হয়ে মো. মো. আল আমিন শেখের বিরুদ্ধে মোরলগঞ্জ থানায় মামলা দায়ের করেন যার নং-৪৮। ২০১৭ সালের ৩০মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক রাজ কুমার পাল আদালতে মো. আল আমিন শেখ ও জয়দেব কুমার পালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন এপিপি অ্যাডভোকেট শেখ মো. লুৎফুল কবির।