হলিবিডি প্রতিনিধিঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি একটি ব্রত। রাজনীতিবিদের ব্রত নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি এখন রাজনীতিবিদের মধ্যে নেই। রাজনীতিতে এখন বনিকায়ন শুরু হয়েছে। এটা শুরু করেছে তারেক রহমান। বিএনপির বড় নেতারা মির্জা ফখরুল, মওদূদ , রিজভী এরা সবাই রাজনীতির হাটে বিভিন্ন সময় বেচা কেনা হয়েছেন।
মন্ত্রী আজ চট্টগ্রাম এলজিইডি ভবনে চট্টগ্রাম, উওর জেলা আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম উওর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই এখন সুবিধার রাজনীতি করছেন। এটা রাজনীতির জন্য অবক্ষয়। এটা সব দলকে স্পর্শ করছে। জাতির পিতার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির পিতা ব্রত নিয়ে রাজনীতি করেছেন। রাজনীতি করলে সংসার হয় না। জাতির জনক সংসার পেতেছিলেন কিন্তু সংসার করতে পারেননি। নুরুল আলম চৌধুরীও ব্রত নিয়ে রাজনীতি করেছেন। রাজনীতি দেশ সেবার জন্য উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন ছোট নেতারও অনেক সম্পদ। তারা রাজনীতি করে স্বার্থের জন্য। এরা রাজনীতিবিদ নয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নুরুল আলম চৌধুরী একজন স্বচ্ছ রাজনীতিবিদের দৃষ্টান্ত। তাঁর রাজনৈতিক জীবন থেকে এ প্রজন্মের রাজনৈতিক নেতাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। সততা ও দক্ষতার সঙ্গে তাঁর রাজনৈতিক জীবন তিনি সম্পন্ন করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের শুণ্যতা অপুরনীয়। তিনি একজন রাষ্ট্রদূত ছিলেন কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে তিনি কাঁধে কাধ মিলিয়ে রাজনীতি করেছেন। তিনি জাতির পিতার আদর্শ ধারন ও লালন করে রাজনীতি করেছেন। জাতির জনককে মনেপ্রাণে ভালোবাসতেন। তিনি বলেন, এ যুগের নেতাদের মধ্যে ত্যাগী মনোভাব নেই। এখন দেশে রাজনীতি চলছে পদপদবি পাওয়ার জন্য। নুরুল আলম চৌধুরী রাজনীতি করে আলোকিত করেছেন ফটিকছড়ি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করে তিনি চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছেন। তিনি জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়াম লীগের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মরহুমের ছেলে সাকিব চৌধুরী, উওর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।