ব্যুরো অফিস সুনামগঞ্জ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যের বিরুদ্ধে এক যুবকের মাথা ফাটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার কিশোর গ্যাংয়ের ওই তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগটি করেন উপজেলার বাদাঘাটের আনিসুল হক নামে এক যুবক।
অভিযুক্তরা হলেন- উপজেলার পুরানঘাট গ্রামের মজিবুর তালুকদারের ছেলে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর শরীফ তালুকদার, তার সহোদর আরিফ তালুকদার ও ফকিরনগর গ্রামের হযরত আলীর ছেলে ইমন মিয়া। অভিযোগে আরও চার কিশোরকে অজ্ঞাতনামা আসামি করে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে কিশোর গ্যাং লিডার শরীফ তালুকদারের নেতৃত্বে ৬-৭ সদস্য বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে আনিসুল হককে পথরোধ করে। এর পর তার ওপর লাঠিসোটা নিয়ে হামলার একপর্যায়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
পরে আশপাশের লোকজন এসে আহত ওই যুবককে ওই দিন সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এলাকার সচেতন মহল এবং কিশোর গ্যাং কে দ্রুত প্রশাসনিক আওতায় আনা হোক বলে দাবি জানালেন এলাকার গণ্যমান্য ব্যক্তি।