হলিবিডি প্রতিনিধিঃ
সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলার এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মোঃ শফিকুল ইসলাম ওরফে জামাল (৩১) সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস সড়কের বাসিন্দা ও ঝালকাঠি জেলা সদরের কাঁঠালিয়া এলাকার মোঃ সিরাজ শিকদারের ছেলে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি জামাল পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল সন্ধ্যায় সোনাডাঙ্গা ছাত্তার বিশ্বাস সড়কে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কালভার্ট মোড় থেকে ২১ বোতল ফেন্সিডিলসহ জামালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আহসান কবির বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক মামলা দায়ের করেন। ওই বছরের ২০জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত হালদার আদালতে জামালকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এড. কে এম ইকবাল হোসেন ও এপিপি এড. মোঃ কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামিপক্ষে ছিলেন এড. আক্তার জাহান রুকু।