হলিবিডি প্রতিনিধিঃ
খুলনা বিভাগের ১০ জেলায় নতুন ভোটার বেড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন। খসড়া তালিকায় কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে তা সংশোধনের জন্য আগামী ৪ ফেব্র“য়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর যাচাই বাছাই শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী এখন বিভাগে মোট ভোটার ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৭৬৯ জন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগে মোট ভোটার সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ২২২ জন। বিভাগে নতুন ভোটার বেড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন।
তিনি আরো জানান, এবার হালনাগাদে বিভাগে মোট ৭ লাখ ৫৭ হাজার ১৯৬ জন নতুন ভোটার যোগ হয়েছে। এর মধ্যে মৃত ভোটার বাদ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯৭ হাজর ৬৯৩, নারী ৭৪ হাজার ৯৫৬। এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ১৫২ জন এবং নারী ২ লাখ ৯৪ হাজার ৩৯৫ জন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ৪ ফেব্র“য়ারি পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন এলাকার ভোটারদের হালনাগাদ খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল করা আবেদনের শুনানী করা হবে। খুলনা সদর, খালিশপুর ও সোনাডাঙ্গা এলাকার ভোটারদের ৪ ফেব্র“য়ারি পর্যন্ত আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাখিল করা আবেদনের শুনানী হবে। এছাড়া ২ থেকে ৪ ফেব্র“য়ারি একই সময়ে দৌলতপুর থানার সকল ভোটারদের থানা নির্বাচন অফিসে দাখিল করা আবেদনের শুনানী করা হবে।