হলিবিডি প্রতিনিধিঃ
নেত্রকোনায় উজ্জল চৌধুরী (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার কোনাপাড়া নামক স্থানে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি জেলার মদন উপজেলার গোবিশ্রী গ্রামের কেনু চৌধুরীর ছেলে। সে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি কয়েকদিন আগে কোনাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ জানায় আজ সকালে নিহতের শ্বশুরবাড়ি এলাকায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে ঘটনার কারন জানতে পারেনি পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মনি, শ্বাশুড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।