হলিবিডি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জননেতা শেখ সোহেলের হাতে মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্নামেন্টর জার্সি তুলে দিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
আজ ২৭ জানুয়ারী সোমবার খুলনা নগর ভবনে বিসিবির পরিচালক শেখ সোহেলের হাতে এই মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্নামেন্টের জার্সি তুলে দেন নগর পিতা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সম্মানিত সফল সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম।
সেখানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী অঙ্গসংগঠনের আরও অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ।