ব্যুরো অফিস সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলার সাংবাদিকতা জগতের অগ্র সৈনিক সাহসী কলমযোদ্ধা শ্রদ্ধাভাজন সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ভাইয়ের,আজ শুভ জন্মদিন। এই গুণি মানুষের আলোয় আলোকিত হয়ে অামি শফিকুল ইসলাম স্বাধীন সহ তাহিরপুর উপজেলার সকল সংবাদকর্মী পক্ষ হতে শুভ জন্মদিনের শুভেচ্ছা। দিরাই উপজেলা বিভিন্ন ইউনিয়নে সাংবাদিকতার শুরুর দিকটা খুব একটা সহজ ছিল না। মোবাইল,ইন্টারনেট হীন অবস্থায় রাস্তা-ঘাটের বেহাল দশায় যানবাহনের সীমিত চলার মধ্যে, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পাঠানো পর্যন্ত ছিলো কষ্ট সাধ্যের কঠিন একটা বিষয়। সেই কঠিন সময়ের যে কয়জন সম্মানিত প্রান পুরুষ সাংবাদিকের দায়িত্ব পালন করে, বলিষ্ঠ ভুমিকা রেখেছেন, তাদের মধ্যে একজন। দিরাই ৭১টিভি এবং হাওর অঞ্চলের কথা পত্রিকার প্রতিনিধি, দৈনিক আমাদের অর্থনীতি সুনামগঞ্জ ব্যুরো প্রধান সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ। তার লেখা প্রকাশের মাধ্যমে দিরাইয়ের পরিচিতি তুলে ধরা সহ আর্থ-সামাজিক উন্নয়নে যে ভুমিকা রেখেছেন এবং সাংবাদিক ইদু খান বলেন তার সার্বিক সহযোগিতায় সাংবাদিকতা করে যাচ্ছি ও সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ভাইয়ের অফুরন্ত ভালোবাসা ও মায়াই আমরা তার নিকট ঋণী। বর্তমানে দিরাই উপজেলায় গুণি সাংবাদিক মহল অনেক মজবুত এবং সংখ্যায়ও অনেক গুনে বেশী, আলহামদুলিল্লাহ। দিরাইয়ের সাংবাদিক মহল একজোট, সংখা গরিষ্ঠতায় শক্তিশালী এবং আপোষহীন সংগ্রামী কলম সৈনিক। আজ দিরাই উপজেলার সাংবাদিক জগতের তারকা সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ভাইয়ের শুভ জন্মদিনের শুভেচ্ছা সহ মহান আল্লাহর দরবারে তার নেক হায়াৎ ও দীর্ঘ আয়ু কামনা করছি। এই গুনি সাংবাদিকের নিকট থেকে শেখার মতো অনেক কিছু এখনো বাকি আছে আমি এবং আমার মতো অনেক সহকর্মীর। বাংলাদেশের বহু পত্রিকায় কাজ করা অভিজ্ঞতায় অভিজ্ঞ এই গুণি সাংবাদিক সর্বশেষ জাতীয় দৈনিক ও লোকাল সহ কয়েকটি পত্রিকা এবং নিজের ইউটিউব চ্যানেলে কর্মরত আছেন। জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করি প্রিয় জাকারিয়া হোসেন জোসেফ ভাই।
.
শুভেচ্ছান্তে সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীন, ব্যুরো প্রধান সুনামগঞ্জ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকম।