হলিবিডি প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা কালাই থানা পুলিশের এসআই(নিঃ) মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার মাদারপুর গ্রামে বাক্কারী এর পরিত্যক্ত বাড়ীতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে ডাকাত দলের সদস্য ১। মোঃ আবুল কাশেম (৩২), পিতা-মোঃ জয়নাল কসাই, ২। মোঃ রানা (১৯), পিতা-মৃতঃ আজিজুর রহমান, উভয় সাং-মাদারপুর, থানা-কালাই, জেলা- জয়পুরহাটদ্বয়কে ০১ টি লোহার হাসুয়া, ০১ টি গরু জবাই করা ছুরি, ০১ টি লোহার তৈরি দা, ০১ টি স্টীলের তৈরি চেপ্টা ধারালো ছুরি, ০১ টি স্টীলের তৈরি সরু ধারালো ছুরি ও ০১ টি ছোট স্লাইরেঞ্জসহ আটক করেন।