Sun. Feb 23rd, 2020

Holybd24.com

Online News Paper

ভোটার আইডিতে নাম, পিতা, মাতার নাম ও জন্ম তারিখ ভূল

ডেস্ক রিপোর্ট : ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ড চাঁন্দপুর গ্রামের মোঃ ফজর আলী ও রাবেয়া খাতুন এর ছেলে জসিম উদ্দিন যার জন্ম নিবন্ধন নং ১৯৮৫৯১১৩৫৯৫১০২৭২৮, জন্ম তারিখ-১০ আগষ্ট ১৯৮৫ ইং,
কিন্তু ভ‚লবসত এনআইডিতে নাম হয়েছে ওয়াসিম আহমদ, পিতা-মকবুল আলী, মাতা- রাবিয়া বেগম, এনআইডি নং- ৯১১৩৫৭১৪১৩৮৭৯, জন্ম তারিখ-১০ মার্চ ১৯৮২ ইং।
প্রাইমারী স্কুল সার্টিফিকেটেও উল্লেখ আছে যে, নাম- জসিম উদ্দিন, পিতা- মোঃ ফজর আলী, মাতা- রাবেয়া খাতুন, একই এনআইডিতে এত ভূল থাকায় হয়রানির শিকার হয়েছেন জসিম উদ্দিন।     বিজ্ঞপ্তি