March 30, 2020

Holybd24.com

Online News Paper

জার্মানিতে গোলাগুলিতে নিহত ৬

হলিবিডি প্রতিনিধিঃ
জার্মানির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে শুক্রবার গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র রুডল্ফ বিলমায়ার জার্মানির প্রচারমাধ্যম এনটিভিকে বলেছেন, ‘‘আমার কাছে থাকা তথ্য বলছে, হামলায় ছয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।’’ হামলাকারী একজন জার্মান নাগরিক বলেও জানান তিনি।

পুলিশের ঐ মুখপাত্র বলেন, হতাহতদের মধ্যে কয়েকজন একই পরিবারের সদস্য। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় দুপুর পৌনে একটার দিকে রট আম জে শহরের একটি ভবনের কাছে এই ঘটনা ঘটে। রট আম জে শহরটি ফ্রাঙ্কফুর্ট থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

গত অক্টোবর মাসে জার্মানির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থির গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন। মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল। ডয়চে ভেলে।