হলিবিডি প্রতিনিধিঃ ঢাকা মেয়র নির্বাচন পোস্টারের মাধ্যমে নির্বাচনি প্রচারের পরিবর্তে ডিজিটাল পন্থায় প্রচারের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনি প্রচার চালানোর সময় তিনি নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর রায়েরবাজার পুলপাড় এলাকায় পথসভায় এই অনুরোধ জানান।
আতিক বলেন, ‘নির্বাচন উপলক্ষে অনেক জনদুর্ভোগ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। আমি অনুরোধ করবো একজন নাগরিক ও প্রার্থী হিসেবে ইসির কাছে অনুরোধ করবো ভবিষ্যতে পোস্টার লাগিয়ে প্রচার চালানো থেকে বিরত রাখা হয়। আমরা সবাই যেন ডিজিটালাইজড পন্থায় ক্যাম্পেইন করতে পারি। এ ব্যাপারে আমি ইসির দৃষ্টি আকর্ষণ করছি। কারণ পোস্টারিং করা নিয়ে ফেসবুকে অনেকে অনেক ধরনের কথা বলছেন। ইসি যদি ঠিক করে দেয় যে ডিজিটাল ক্যাম্পেইন করতে হবে,অবশ্যই আমরা রাজি আছি।’
তিনি আরও বলেন, ‘নগরে যত্রতত্রভাবে পোস্টার লাগানো হয়। নগর আর নগর থাকে না। আমরা চাই সুন্দর নগর গড়তে। যদি নৌকা মার্কায় ভোট পেয়ে আপনাদের সামনে আসি তাহলে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দেবো। এর বাইরে পোস্টার লাগিয়ে ঢাকা শহরকে নষ্ট করা যাবে না।’
গুরুত্ব দিয়ে ডেঙ্গু মোকাবিলা করতে হবে উল্লেখ করে আতিক বলেন, সিটি করপোরেশনে মশা বিশেষজ্ঞ কিংবা কীটতত্ত্ববিদ ছিল না। জরুরি ভিত্তিতে কীটতত্ত্ববিদ নিয়োগ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মন্ত্রণালয়ে। সবার প্রশ্ন কীভাবে আমরা মশার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করবো। আমাদেরকে ইন্ট্রিগেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) এর মধ্যে যেতে হবে। ভোটে জয়ী হয়ে দায়িত্ব নিতে পারলে এডিস মশা নিধনকে সর্বাত্মক গুরুত্ব দেবো।