আন্তর্জাতিক ডেস্কঃ
অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে ২ কাশ্মীরি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজ এইটিনে।
গতকাল সোমবার উপত্যকার অবন্তীপোরা এলাকায় চলা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অবন্তীপোরার সাতপোখরান এলাকায় সিআরপিএফ, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীরের যৌথ বাহিনী তল্লাশি চালায়। তল্লাশির সময়ই সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ভারতীয় বাহিনীর দাবি, ঘটনাস্থলে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় স্বাধীনতাকামীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ