রেজওয়ান আহমেদঃ আগামীকাল বুধবার সিলেট বিভাগের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিয়া ইসলামীয়া দারুল উলূম দেউল গ্রাম মাদ্রাসা বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
আগামীকাল ২২ জানুুয়ারি অনুষ্ঠিত হবে এ মহাসম্মেলন।দেশের প্রাচীন ও বৃহৎ জামেয়া হওয়ায় বরাবরই এর প্রতি বিশেষ আগ্রহ ও উদ্দীপনা কাজ করে আলেম, ছাত্র, জনসাধারণ ও ফারেগীনদের মাঝে। জামেয়া ও জামেয়া শিক্ষকদের সাক্ষাৎ লাভ করে ধন্য মনে করে। মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন সফল করতে স্থানীয় অধিবাসীগণও বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছেন। শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হবে।
বার্ষিক মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জাকারিয়া (রহ)সুযোগ্য খলিফা আল্লামা বিলাল বাওলা সাহেব দাঃবাঃ। জামেয়া সুনাম ধন্য পরিচালক আল্লামা শেখ আব্দুল মুছাব্বির সাহেব দাঃ বাঃ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আরো উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ থেকে আগত উলামা কেরাম ও দেশ বরেণ্য আলেম উপস্থিত থাকবেন । দিবাগত রাত ১১টা নামায পর্যন্ত চলবে আলোচনা ও ওয়াজ-নসীহত পর্ব এতে আপনাদের উপস্থিত ও দোয়া কামনা।
মাদরাসা কর্তৃপক্ষ সকল ফারেগীনকে নির্দিষ্ট সময়ে টোকেন ও পাগড়ী সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে। দপ্তরে তালিমাত থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ও বাদ আসর পর্যন্ত টোকেন সংগ্রহের জন্য বলা হয়েছে।