Main Menu

৯ তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

হলিবিডি প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন। তারা হলেন, ওয়াসিম (১৯), সোহেল রানা (২৪), সেলিম (১৮)।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর-১২ নম্বর বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। কাজ করার সময় হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে যান। তাৎক্ষণিক ওয়াসিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


Related News

Comments are Closed