Main Menu

হলিবিডি মিডিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

হলিবিডি ডেস্ক :: ও মোর রমযানের ওই রোযার শেষে এলো খুশির ঈদ… ঈদ মানে হাসি খুশি। ঈদ মানে আনন্দ। তাই ঈদ হোক বিশ্বের সকল মুসলামানের জন্য ভ্রতৃত্ব বন্ধনের প্রধান হাতিয়ার। জাতীয় অনলাই হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পরিবারের সকল সদস্যসহ হলিবিডি মিডিয়া পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

মুসলমানদের বছরে বড় দুটি উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদ আরবী শব্দ এর আভিধানিক অর্থ হলো আনন্দন, খুশি ও উৎসব করা। আর ফিতর আরবী শব্দ এর শাব্দিক অর্থ হলো ফিরে আসা, ভঙ্গ করা তাই একমাস সিয়াম সাধনার পর তা ভঙ্গ করে সাবেক অবস্থায় ফিরে আসাকে ঈদুল ফিতর বলা হয়।

আমাদের জীবনে ঈদ আসুক বার বার আনন্দের বার্তা নিয়ে। আমাদের কাছে ঈদের শিক্ষা হোক এমন ধনী-গরীব, ছোট-বড় সকল ভেদাভেদ ভূলে গিয়ে আগামী দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। ঈদের দিন আমরা সমাজের সকল মানুষ ঈদগাহে ঈদের নামায শেষে কোলাকুলি করি এ যেন ইসলামের আরেকটি শিক্ষা মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ নেই অসাম্য।

.
হলিবিডি24/লস্কর/০৪.০৬.২০১৯


Related News

Comments are Closed