Main Menu

সুরমার পার উচ্ছেদ অভিযান অব্যাহত

নিজস্ব সংবাদদাতা : সিলেটের সুরমা নদীর তীরে পঞ্চম দিনের মতো উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত নগরীর কালীঘাট ও খেয়াঘাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ও উম্মে সালিক রুমাইয়া। এ সময় ছোটবড় চল্লিশটি দোকানপাট উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ, জালালাবাদ গ্যাস অফিস ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


Related News

Comments are Closed