সুনামগঞ্জ ও চাঁদপুরের প্রতিটি উপজেলায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

হলিবিডি ডেস্ক :: জাতীয় অনলাইন হলিবিডি টুয়েন্টিফোর ডটকম–www. holybd24. com এর সংবাদ সংগ্রহ করার জন্য সুনামগঞ্জ ও চাঁদপুরের সকল উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে press.loskor@gmail.com পাঠাতে পারবেন। অথবা সুনামগঞ্জ ব্যুরো প্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারেন (01713-663049/01717211419) আর চাঁদপুরের জন্য যোগাযোগ করুন চাঁদপুর জেলা প্রতিনিধির সঙ্গে (01935-105147/01854153299)
জাতীয় অনলাইন হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় হলিবিডি টুয়েন্টিফোর ডটকম– পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক, উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের। আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন।
প্রার্থীর যোগ্যতা: কমপক্ষে এইচএসসি। অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
• প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
• নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
• অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি নিউজের সঙ্গে পাঠাতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• নিউজ পাঠানোর পর তাড়াহুড়া করা যাবেনা। এবং যদি নিউজ মানসম্মত হয় তবে আপডেট হবে। এক্ষেত্রে প্রতিনিধির অভিমত গ্রহনযোগ্য নয়।
বিঃদ্রঃ জাতীয় অনলাইন হলিবিডি টুয়েন্টিফোর ডটকম– পত্রিকা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। হলিবিডি টুয়েন্টিফোর ডটকম–পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন।
www.holybd24.com
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ https://m.facebook.com/holybd24/?ref=opera_speed_dial লাইক দিয়ে সঙ্গে থাকুন।
Related News

যুবলীগের কংগ্রেসের স্মরণিকায় জয়ের ‘কেন আমি ফেইসবুকে’
হলিবিডি প্রতিনিধিঃ যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘স্বপ্ন পূরণে’ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিRead More

সুনামগঞ্জ ও চাঁদপুরের প্রতিটি উপজেলায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি
হলিবিডি ডেস্ক :: জাতীয় অনলাইন হলিবিডি টুয়েন্টিফোর ডটকম–www. holybd24. com এর সংবাদ সংগ্রহ করার জন্যRead More
Comments are Closed