Main Menu

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেট প্রতিনিধি :: হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টা ২৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভুমিকম্পের রিক্টারস্কেলে এর মাত্রা ছিলো মাত্র ৫.৬। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল জানা যায়নি।

প্রায় ৭/৮ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে। তবে সবশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট নগরের উপশহরের বাসিন্দা আজাদ বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় অনেকের মাধ্যে আতঙ্ক দেখা দেয়।

রেজওয়ান আহমদ জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সবাই আতঙ্ককিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


Related News

Comments are Closed