Main Menu

সিলেটে ফেঞ্চুগঞ্জের নোয়াগাঁও যেকোন সময় ঘটতে পারে বিদ্যুৎ দূর্ঘটনা !!

স্টাফ রিপোর্ট :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের এরশাদ মিয়ার রাইছ মিলের পার্শ্বে তেত্ত্রিশ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইন এগারো হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের উপরে যেকোন সময় ছিড়ে পড়ে যেতে পারে! ঘটতে পারে বিদ্যুৎ দূর্ঘটনা। বিদ্যূতের খুটি নদীর তীরে থাকায় এবং নদীর পাড় ভেঙ্গে যাওয়ার ফলে ঐ খুটি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং নদীর পাড় ভেঙ্গে নিচের দিকে যাওয়ার ও সম্ভাবনা রয়েছে। বর্তমানে তেত্ত্রিশ হাজার ভোল্ট ও এগারো হাজার ভোল্ট একত্রিত হয়ে এলাকার জন-সাধারণকে ফেলে দিতে পারে ভয়ানক দূর্ঘটনায়। এলাকা সূত্রে জানা গেছে অনেক দিন পূর্ব থেকে সরাসরি একাধীক বার মৌখিক ভাবে অভিযোগ করেন এলাকার কিছু লোকজন কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এলাকার জন-সাধারণ বলছেন এই দুটি বিদ্যুতের লাইন নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। পল্লী বিদ্যুৎ অফিসে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি রিসিভ হয়নি বিষয়টি দেখার জন্য এলাকার জন-সাধারণ প্রশাসনের প্রতি দাবী জানায়।


Related News

Comments are Closed