Main Menu

সিলেটের ফেঞ্চুগঞ্জে কমিউনিটি পুলিশং ডে পালিত

এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেট :: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় কমিউনিটি পুলিশিং ডে -১৯ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পুলিশ ও সর্বস্তরের মানুষদের নিয়ে বিশাল র‍্যালি ও আলোচনা করেছে ফেঞ্চুগঞ্জ থানা।

২৬ অক্টোবর (শনিবার) বিকালে ফেঞ্চুগঞ্জ থানার আয়োজনে র‍্যালিতে অংসনেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী ও সকল অফিসার ফোর্স,  এআর সেলিম, সেক্রেটারী আলতাফুর রহমান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সদস্যবৃন্দ, ব্যবসায়ী সমিতি, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চা শ্রমিক ও নৃগোষ্টীর নেতৃবৃন্দ, ইসলামী ফাউন্ডেশন।

বাস্তুহারালীগের উপজেলা সভাপতি হাকীম মোঃ লুৎফুর রহমান, সহ সভাপতি জায়েদ আহমদ।   সাধারন সম্পাদক সালাউদ্দিন (টুনু) সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ শাহ দপ্তর সম্পাদক বাদল শাহ সহদপ্তর খালিক মিয়া,দুই নং মাইজগাও ইউনিয়ন সভাপতি সেলিম মিয়া,চার নংইউনিয়ন সভাপতি সফিক মিয়া পাচ নংইউনিয়ন সভাপতি বাতির মিয়া এক নং ইউনিয়ন সভাপতি সামাদ মিয়া সাধারন সম্পাদক ফরিদ মিয়া প্রচার সম্পাদক মউলা মিয়া ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের সহ সভাপতি বুরহান উউদ্দিন সিন্দু, সাধারন সসম্পাদক ফয়সল ইসলাম (লিটন) সহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

র‍্যালিটি ফেঞ্চুগঞ্জ থানা প্রাঙ্গন থেকে বের হয়ে ফেঞ্চুগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানার সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 


Related News

Comments are Closed