সিডনিতে আশরাফুলের তান্ডব

ক্রীড়া ডেস্ক :: বিপিএলে দল পাননি মোহাম্মদ আশরাফুল। তবে সাবেক অধিনায়কের ব্যাট ঠিকই হাসছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সুপার লিগ নামের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। টুর্নামেন্টে সিক্সার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আশরাফুল দারুণ এক ফিফটি করে আজ দলকে জিতিয়েছেন।
টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে আশরাফুলদের প্রতিপক্ষ সিডনি ক্রিকেট ক্লাব। পরে সিক্সার্স ক্রিকেট ক্লাবের হয়ে ওপেনিং করতে নামেন আশরাফুল। দলের অন্যরা সুবিধা করতে না পারলেও ৩৮ বলে অপরাজিত ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে সিক্সার্সের জয় নিশ্চিত করেছেন তিনি।
আশরাফুলের ব্যাটে ১৭.২ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৫ রান তুলে ফেলে সিক্সার্স। ম্যাচে পাঁচ ওভার বোলিংও করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা। তাতে উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ২৯।
উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে এবার বরিশাল বিভাগের হয়ে খেলেছেন আশরাফুল। লিগের তৃতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন সাবেক অধিনায়ক।
Related News

এসএ গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ক্রীড়া ডেস্ক :: ফাইনালের পোশাকি মহড়ায় শ্রীলঙ্কার সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং; দুই দিকRead More

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সালমান-ক্যাটরিনা
হলিবিডি প্রতিনিধিঃ সন্ধ্যায় বিপিএলের উদ্বোধন ঘোষণার পর থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই আছেন প্রধানমন্ত্রী শেখRead More
Comments are Closed