Main Menu

সাগরের ঝিনুকে পাওয়া গেল লাদেনের মুখ!

এক্সক্লুসিভ ডেস্ক : সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে চোখে পড়লো চমৎকার একটা ঝিনুক, শখের বশে কুড়িয়েও নিলেন সেটি। কিন্তু, হাতে নিয়েই মনে হলো, ঝিনুকটিতে যেন পরিচিত কারও মুখের অবয়ব ফুটে আছে। কেমন লাগবে ভাবুন তো! সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাজ্যের ঝিনুক সংগ্রহকারী এক নারী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৬০ বছর বয়সী ডেব্রা অলিভার সাসেক্সের উইনচেলসি সমুদ্র সৈকতে স্বামীর সঙ্গে ৪২তম বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়েছিলেন। হাঁটতে হাঁটতে একটি ঝিনুক খুঁজে পান তিনি। একটু খেয়াল করে দেখেন, ঝিনুকটিতে ফুটে আছে আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মুখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝিনুকটির ছবি শেয়ার করে ডেবরা জানান, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই অবাক বনে যান ডেবরা। এতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব। ঠাট্টার সুরে এ নারী বলেন, মজার ব্যাপার হলো, এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেওয়া হয়েছে।


Related News

Comments are Closed