Main Menu

সবার আগে যেভাবে জানবেন এইচএসসির ফল

শিক্ষাঙ্গন ডেস্ক : এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বুধবার। পরীক্ষা দেয়ার পর এতদিন ‌আশা, উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে শিক্ষার্থীরা সময় পার করেছেন। এত দিনের পরিশ্রমের ফলাফল জানার প্রতীক্ষায় রয়েছেন লাখো পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফলাফল জানতে চাইলে এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হবে না। চাইলে তা অনলাইনে ওয়েবসাইট থেকে কিংবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সবার আগে জানা যাবে।

শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে ও এসএমএস করে ফল জানতে পারবেন তার কিছু উপায় তুলে ধরা হলো আজকের এ প্রতিবেদনে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এই ঠিকানায় গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ইন্টারনেটে এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তাই যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।

হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই।এ জন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।যেমন- কেউ ঢাকা শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এইচএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে HSC DHA XXXXXX 2019 ।

আমিল পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।


Related News

Comments are Closed