Main Menu

সংরক্ষণে রাখুন সিলেটের সব থানার ওসির ফোন নম্বর

হলিবিডি ডেস্ক : হঠাৎ কোনো বিপদে পড়েছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করা দরকার, কিন্তু ফোন নম্বর পাচ্ছেন না। এমন সমস্যায় না পড়তে প্রয়োজনীয় কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন নম্বর নিজের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারেন।

নিজে বা আত্মীয়-স্বজন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে সরাসরি ওসির সাহেবের সঙ্গে কথা বলুন। সবাই যাতে দেশের সব থানার কর্মকর্তাদের ফোন নম্বর পেতে পারেন সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও বিশেষ অ্যাপ আছে। অ্যাপ স্টোর থেকে সেটিও ডাউনলোড করে রাখতে পারেন।

শুধু বিপদে পড়লে নয়, কোন দুর্ঘটনা, অপমৃত্যু, আগুন, অপরাধ সংঘটনের প্রস্তুতি, অপরাধীদের অবস্থান, মাদকদ্রব্য, অবৈধ আগ্নেযাস্ত্র সম্পর্কে তথ্যও জানাতে পারেন এই নম্বরগুলো ব্যবহার করে।

সিলেট বিভাগ
১। ওসি কোতয়ালী (সিলেট)- ০১৭১৩৩৭৪৩৭৫
২। ওসি বালাগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৭৬
৩। ওসি জৈন্তাপুর- ০১৭১৩৩৭৪৩৭৭
৪। ওসি গোয়াইনঘাট- ০১৭১৩৩৭৪৩৭৮

৫। ওসি কানাইঘাট- ০১৭১৩৩৭৪৩৭৯
৬। ওসি কোম্পানীগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮০
৭। ওসি জকিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮১
৮। ওসি বিয়ানীবাজার- ০১৭১৩৩৭৪৩৮২
৯। ওসি গোলাপগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৩

১০। ওসি বিশ্বনাথ- ০১৭১৩৩৭৪৩৮৪
১১। ওসি ফেঞ্চুগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৫
১২। ওসি দক্ষিন সুরমা- ০১৭১৩৩৭৪৩৮৬
১৩। ওসি ওসমানী নগর- ০১৭১৩৩৭৪৩৮৭
১৪। ওসি হবিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৯৮

১৫। ওসি মাধবপুর- ০১৭১৩৩৭৪৩৯৯
১৬। ওসি চুনারুঘাট- ০১৭১৩৩৭৪৪০০
১৭। ওসি বাহুবল- ০১৭১৩৩৭৪৪০১
১৮। ওসি লাখাই- ০১৭১৩৩৭৪৪০২
১৯। ওসি নবীগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৩

২০। ওসি বানিয়াচং- ০১৭১৩৩৭৪৪০৪
২১। ওসি আজমিরিগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৫
২২। ওসি শায়েস্তাগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৬
২৩। ওসি সুনামগঞ্জ- ০১৭১৩৩৭৪৪১৮
২৪। ওসি ছাতক- ০১৭১৩৩৭৪৪১৯

২৫। ওসি জগন্নাথপুর- ০১৭১৩৩৭৪৪২০
২৬। ওসি তাহিরপুর- ০১৭১৩৩৭৪৪২১
২৭। ওসি বিশ্বম্বরপুর- ০১৭১৩৩৭৪৪২২
২৮। ওসি দোয়ারাবাজার- ০১৭১৩৩৭৪৪২৩
২৯। ওসি দিরাই- ০১৭১৩৩৭৪৪২৪

৩০। ওসি সালনা- ০১৭১৩৩৭৪৪২৫
৩১। ওসি জামালগঞ্জ- ০১৭১৩৩৭৪৪২৬
৩২। ওসি ধর্মপাশা- ০১৭১৩৩৭৪৪২৭
৩৩। ওসি মধ্যনগর- ০১৭১৩৩৭৪৪২৮
৩৪। ওসি মৌলভীবাজার- ০১৭১৩৩৭৪৪৩৯

৩৫। ওসি শ্রীমঙ্গল- ০১৭১৩৩৭৪৪৪০
৩৬। ওসি কমলগঞ্জ- ০১৭১৩৩৭৪৪৪১
৩৭। ওসি রাজনগর- ০১৭১৩৩৭৪৪৪২
৩৮। ওসি কুলাউড়া- ০১৭১৩৩৭৪৪৪৩
৩৯। ওসি বড়লেখা- ০১৭১৩৩৭৪৪৪৪
৪০। ওসি জুরি- ০১৭১৩৩৭৪৪৪৫


Related News

Comments are Closed