Main Menu

শিশুকে জীবিত কবর, গ্রেফতার বাবা

বহির্বিশ্ব ডেস্ক : স্ত্রীর কোলজুড়ে ফুটফুটে শিশু এসেছে। এতেও সন্তুষ্ট নন বাবা। পৃথিবীর আলো দেখার ১৫তম দিন তাকে জীবন্ত কবর দিলো ডি বরদরাজন (২৫) নামের এক পৈশাচিক বাবা।

মঙ্গলবার চেন্নাই থেকে ২০০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার অখ্যাত বড়ামুথুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে সবার অজান্তে মাটি খুঁড়ে সেই শিশুকে জ্যান্ত কবর দেয়া হয়। পরে পুলিশের কানে খবর চলে যায়। বিকেলে মেয়েকে খুনের অভিযোগে ডি বরদরাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২০১৮ সালের আগস্টে পেশায় শ্রমিক ডি বরদরাজনের সঙ্গে সৌন্দর্যের বিয়ে হয়। এই ২০ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন সৌন্দর্য। এরপর থেকেই অশান্তির সূত্রপাত।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, স্ত্রী মেয়ে সন্তান জন্ম দেয়ায় খুশি হতে পারেনি ডি বরদরাজন। তাই ঘুমন্ত মেয়েকে মায়ের পাশ থেকে নিয়ে যায়। সৌন্দর্য গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় টের পাননি। রাতেই মনের তীব্র অসন্তোষ থেকে বাড়ির অদূরে মেয়েকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেন ডি বরদরাজন।

পরে রাতে হঠাত্‍‌ ঘুম ভাঙে সৌন্দর্যের। মেয়েকে আশেপাশে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। সে সময় প্রতিবেশী ও স্বজনরা খোঁজাখুঁজি করেন। পরে নদীর চরে মাটি চাপা দেয়া শিশুর মরদেহ খুঁজে পান।


Related News

Comments are Closed