Main Menu

শাহজালাল উপশহরে ফলিক যুগের অবসান, সভাপতি ওয়াহিদ, সাধারন সম্পাদক মাসুম

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরের আওয়ামীলীগের আওতাধীন ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর-১৯ইং) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় শাহজালাল উপশহর হাইস্কুল, বি ব্লক মাঠে প্রস্তুতি কমিটির আহবায়ক ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল ইসলাম চৌধুরী ফলিক এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগ নেতা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর এড. ছালেহ আহমেদ সেলিমের সঞ্চালনায় অনুষ্টিতব্য সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডা: মো: ওয়াহিদকে সভাপতি ও ফজলে রাব্বি চৌধুরী মাসুম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

উক্ত সম্মেলনে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সদস্য জামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।


Related News

Comments are Closed